
দক্ষিণবঙ্গের অক্সফোর্ডখ্যাত সরকারি ব্রজমোহন কলেজ। সংক্ষেপে বিএম কলেজ নামে পরিচিত। বরিশালসহ এ অঞ্চলের সর্ববৃহৎ ও দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৩৬ বছরের ঐতিহ্যকে ধারণ করে জ্ঞান বিলিয়ে যাচ্ছে প্রাচীন এই বিদ্যাপীঠটি।